ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোয়াখালীতে ছয় মাসে ৫৪ ধর্ষণ, শাস্তি দাবি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে ছয় মাসে ৫৪ ধর্ষণ, শাস্তি দাবি

নোয়াখালীর জেলার নয় উপজেলায় চলতি বছরের (জানুয়ারি-জুন) প্রথম ছয় মাসে ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের নেতৃবৃন্দ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নোয়াখালীর আহবায়ক মো. আবুল কাশেম, যুগ্ন আহবায়ক এ বি এম আবদুল আলীম এক বিবৃতির মাধ্যমে ৫৪টি ধর্ষণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান।

নেটওয়ার্কের নেতৃবৃন্দ জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্যানুসারে চলতি বছরের গত ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ৫৪টি। যৌন নিপীড়নের ঘটনায় মামলা হয়েছে ৪৬টি। যৌতুকের জন্য নির্যাতনের মামলা হয়েছে ৪৫টি, নারী ও শিশু অপহরণের মামলা হয়েছে ৩৩টি।

এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনায় সবচেয়ে বেশি মামলা হয়েছে গত মার্চ ও এপ্রিল মাসে যথাক্রমে ১১টি করে।

 

 

মাওলা সুজন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়