ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রামেক হাসপাতালের হিমঘরে এন্ড্রুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রামেক হাসপাতালের হিমঘরে এন্ড্রুর মরদেহ

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত নয়টা ৪২ মিনিটে এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাসের বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ রামেক হাসপাতালে নেওয়া হয়।

এ সময় এন্ড্রু কিশোরের বোন জামাই ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শিল্পীর ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন। তারা সেখানেই অবস্থান করছেন। দেশে ফেরার জন্য তারা বিমানের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে তারা দেশে ফিরবেন। এ কারণে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসার পর খ্রিস্টান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। আমরা শিল্পীর ছেলে-মেয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছি।’

 

 

তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়