ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় করোনায় যুবকের মৃত্যু, নতুন শনাক্ত ৭১

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় যুবকের মৃত্যু, নতুন শনাক্ত ৭১

বগুড়ায় করোনায় নিজামুদ্দিন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) বগুড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত যুবক নিজামুদ্দিন (২৯)। তিনি শহরের জয়পুরপাড়ার বাসিন্দা।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন জানান, হাসপাতালে ভর্তি হয়ে নিজামুদ্দিন গত ২ জুলাই নমুনা দেন। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে ৫ জুলাই।  এছাড়া, নিজামুদ্দিনের হৃদরোগ ছিল। মঙ্গলবার সকার ৮.৫৫ মিনিটে তিনি মারা যান। মৃতদেহ জীবাণুমুক্ত করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৮ জন, নারী ২১ জন, শিশু ২ জন আছেন। আক্রান্তদের মধ‌্যে সদরে ৪২, শেরপুরে ১১, গাবতলীতে ৭, শিবগঞ্জে ৪, সারিয়াকান্দিতে ৩, শাজাহানপুরে ২, কাহালুতে একজন এবং সোনাতলায় একজন রোগী আছেন। এই নিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ‌্যা মোট দাঁড়িয়েছে ৩৪৪৬ জনে।

 

আলমগীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ