ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মনীষাদের ফ্রি ‘করোনা অ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মনীষাদের ফ্রি ‘করোনা অ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু

বরিশালে করোনা রোগীদের পরিবহনের জন্য ফ্রি করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে।

করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরী প্রয়োজনে চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

মঙ্গলবার (৭ জুলাই) নগরীর অশ্বীনি কুমার হলের সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এসময় উপস্থিত ছিলেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান, হানিফ হাওলাদার, রুবেল হাওলাদার এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের চার সদস্য।

প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, ‘বরিশাল একটি বিভাগীয় জেলা হওয়ার পরও এই বিভাগের জেলাতগুলোতে করোনা রোগী পরিবহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। বিষয়টি আমাদের সবাইকে হতবাক করেছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই ফ্রি অ‌্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ‌্যোগ নেওয়া হয়েছে। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে তাদের পাশে থাকব।’

বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের সামর্থ্য ক্ষুদ্র হলেও মানুষের সহযোগিতা আর ভালবাসায় আমরা একের পর এক অসাধ্য সাধন করে যাচ্ছি।

একদিকে আমরা এই করোনা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, করোনা টেস্টের ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ আট দফা দাবি বাস্তবায়নে দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি। লকডাউনে থাকা পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য-ওষুধ সরবরাহ করছি এবং চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

এই দায়িত্বগুলো আরও ভালভাবে পালন করার জন্য সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা ও সবার পরামর্শ প্রত্যাশা করেন ডা. মনীষা চক্রবর্ত্তী।

বাসদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য ০১৫৭২-৩১৪০৮৫ এই হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন নেতৃবৃন্দ।

 

জে. খান স্বপন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়