ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ (আফ্রিকান মাগুর) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে চার মৎস্য আড়ৎদারকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর মাছ জব্দের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

তিনি জানান, পৌর মৎস্য আড়তে রাক্ষুসে মাছ আফ্রিকান মাগুর বিক্রয় হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় আড়তের চারটি দোকানে রাক্ষুসে মাছ আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে ‘মা মৎস্য আড়ত’কে চার হাজার টাকা এবং ‘পদ্মা মাছের আড়ত’, ‘জননী মাছের আড়ত’ ও ‘নোয়াখালী ফিশিং’কে তিন হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা ৫ টন মাছ শহরের রাণিরহাটে বসবাসরত হিজড়া সম্প্রদায়, লালপোলের বেদেপল্লী, ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, ৫ এর ১ ধারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিপণনের দায়ে এ জরিমানা করা হয়েছে।

 

 

সৌরভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়