ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মার পানি কমছে

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে পদ্মার পানি কমছে

মুন্সীগঞ্জের পদ্মা নদীর পানি কমে ভাগ্যকূল পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে।

৬.৩০ মিটার বিপৎসীমার বিপরীতে বুধবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে ৬.১২ মিটার ৯টার দিকে ৬.১০ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। সবশেষ হিসাব অনুযায়ী বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে পদ্মার পানি ভাগ্যকূল পয়েন্টে অবস্থান করছে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী টিএম রাশিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান জানান, গেল কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে। তবে নদী পাড়ে কোন ভাঙন নেই।

তবে জেলার টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  হাসিনা আক্তার জানান, পদ্মা ও ইছামতীতে পানি বৃদ্ধির কারণে তিনটি ইউনিয়নের ৯টি গ্রামে পানি প্রবেশ করেছিল। তবে বাড়িতে এখনো পানি প্রবেশ করেনি। তীরবর্তী অনেককেই আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

 

 

রতন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়