ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুমোদনহীন ওষুধ বিক্রি: ময়মনসিংহে লাজ ফার্মাকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অনুমোদনহীন ওষুধ বিক্রি: ময়মনসিংহে লাজ ফার্মাকে জরিমানা

অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ময়মনসিংহের চরপাড়া এলাকায় তিনটি ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) দুপুরে লাজ ফার্মা, শফিক মেডিক‌্যাল হল ও মিতালী ফার্মেসিকে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম‌্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন বিহীন ওষুধ বিক্রি, নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার, ফুড সাপ্লিমেন্ট, মানহীন মাস্ক ও গ্লাভস বিক্রির দায়ে তিন ফার্মেসিকে একষট্টি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘শিশু খাদ্য বিক্রি করতে হলে ডিলিং লাইসেন্স প্রয়োজন। সেটা পাওয়া যায়নি। নিয়ম মেনে সব কাগজ আপডেট রেখে ওই তিন ফার্মেসিকে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

জনস্বার্থে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

 

মিলন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়