ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাবা-মাকে নির্যাতন: বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অব্যাহতি

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাবা-মাকে নির্যাতন: বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অব্যাহতি

দীর্ঘদিন ধরে বাবা-মাকে মারধরসহ নির্যাতন করার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ‌্যায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এ তথ‌্য নিশ্চিত করেন। 

শান্ত   বলেন, ‘ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে নিজের বাবা-মাকে মারধর ও নানাভাবে নির্যাতন করে আসছে। এমন অভিযোগ পাওয়ার পর তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ফারুকের বাবা তোফাজ্জল হোসেন ছেলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘অনেক কষ্ট করে সংসার চালিয়েছি, ছেলেকে কষ্ট বুঝতে দিইনি। আজ সেই ছেলে কথায় কথায় আমাকে মারধর করে। খেতে দেয় না। কিছু হলেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ছেলের কাছে এভাবে অপমানিত হয়ে বাঁচতে ইচ্ছা করে না।’

ফারুকের মা ফাতেমা খাতুন বলেন, ‘ছেলের দালানবাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে আমরা থাকি। কথায় কথায় সে তার বাবাকে মারধর করে। অপমান করে।

নিজের সন্তানের কাছে এভাবে অপমানিত হতে কার ভালো লাগে? উপায়ন্তর না পেয়ে অবশেষে বাধ‌্য হয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ফারুকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’

এ ব‌্যাপারে জানতে ফারুকের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

আলমগীর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়