ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় করোনায় ব্যাংকারের মৃত্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় ব্যাংকারের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কমকর্তা ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

মৃত জনতা ব্যাংক সপ্তপদী শাখার সিনিয়র অফিসার ও শহরের চক লোকমানের বাসিন্দা আনিছুল হক (৫৭), জেলার গাবতলী উপজেলার মরিয়া এলাকার আবদুল কালাম (৫০)।

টিএমএসএস মেডিক‌্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের সহকারী পরিচালক আব্দুর রহিম রুবেল জানান, ব্যাংকার আনিছুল হক ২৫ জুন করোনা পজিটিভ হন। ১ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান স্বজনরা। সেখান থেকে বুধবার বিকেল ৪ টায় হাসপাতালে ভর্তি হন।  তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।                                                                       

অন‌্যদিকে, ডা. আব্দুল ওয়াদুদ জানান, কালাম করোনা উপসর্গ নিয়ে বুধবার সকাল ৭ টায হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় মারা যান।

 

আলমগীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়