ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নরসিংদীতে ২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫২৬

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে ২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫২৬

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫২৬ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ৯ জন, শিবপুরে ৩ জন, বেলাবতে ২ জন ও মনোহরদী উপজেলায় ৬ জন আছেন।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৬১৮ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৬০৬ টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৫২৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৯৪৯ জন, পলাশে ১২৭ জন, শিবপুরে ১৪২ জন, রায়পুরাতে ১১৯ জন, মনোহরদীতে ৯৫ জন ও বেলাবো উপজেলায় ৯৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২৭৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৩ জন ও আইসোলেশন মুক্ত হয়েছেন ১২০০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৭ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৩ জন, বেলাব উপজেলায় ৫ জন, রায়পুরায় ৪ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন।



মাহমুদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়