ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে করোনা রোগীর সংখ্যা ৯’শ ছাড়ালো

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনা রোগীর সংখ্যা ৯’শ ছাড়ালো

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় এক ডাক্তারসহ নতুন করে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২৪ জনে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ১৩ জন, সদর উপজেলায় ৮ জন, মুকসুদুপুর উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৯১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৫ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৫৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ‌্য, করোনা আক্রান্ত ৯২৪ জনের মধ্যে সদর উপজেলায় ২৬৫ জন, মুকসুদপুর উপজেলায় ১৯২ জন, কাশিয়ানী উপজেলায় ১৭৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৫৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৩৭ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়