ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়ালো

সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে।  এর মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা সিলেট জেলায়।

এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৯৬ জন।  এর মধ্যে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা সর্বাধিক।   সিলেট জেলায় মারা গেছেন ৭৫ জন।  এ ছাড়া সুনামগঞ্জ জেলায় ৮ জন, মৌলভীবাজার জেলায় ৭ জন ও হবিগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৭৩।  এর মধ্যে সিলেট জেলায় ২৯৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ১১৩৬, হবিগঞ্জ জেলায় ৮৬২ ও মৌলভীবাজার জেলায় ৬০৮ জন।

৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।  আর এ বিভাগে ১৫ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু হয়।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৪৮ জন।  এর মধ্যে রয়েছেন সিলেট জেলার ৬১৭ জন, সুনামগঞ্জ জেলার ৭৭৫ জন, হবিগঞ্জ জেলার ৩৩৭ জন ও মৌলভীবাজার জেলার ৩১৯ জন।


সিলেট/ নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়