ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পৈতৃক ভিটা দান করলেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পৈতৃক ভিটা দান করলেন পরিকল্পনামন্ত্রী

হাওরাঞ্চলের অসহায়, দুঃস্থ, বিধবা ও দরিদ্র নারীদের কল্যাণে নিজের পৈতৃক ভিটার ৪১ শতক জমি সরকারের নামে দান করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

দান করা জমিতে মন্ত্রীর মায়ের নামে ‘আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ তৈরি হবে। সেখান থেকে হাওরাঞ্চলের নারীরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে এই দলিল হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শিপন, মঈনুল হোসেন প্রমুখ।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন জানান, আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে অসহায়, দুঃস্থ, বিধবা ও দরিদ্র নারীরা কম্পিউটার, বুটিক, সেলাইসহ সব ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন। সেই চিন্তা থেকেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নামে এই জমি রেজিস্ট্রি করে দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।


আল আমিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়