ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমারখালী অগ্রণী ব্যাংক লকডাউন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমারখালী অগ্রণী ব্যাংক লকডাউন

কুমারখালীতে অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় শাখাটি লকডাউন করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকালে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীবুল ইসলাম খান ব্যাংকটির সংশ্লিষ্ট শাখা লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও মো. রাজীবুল ইসলাম খান জানান, পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় অগ্রণী ব্যাংক এর কুমারখালী শাখাটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখাটি বন্ধ থাকবে।

তবে পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ার পরও মুনাফা লাভের আশায় কোরবাণীর ঈদকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু জন সাধারণের স্বাস্থ‌্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ব‌‌্যাংকটি লকডাউন করা হয়।

 

কাঞ্চন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়