ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫৩ জনে।

শুক্রবার (১০ জুলাই) গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় চারজন, মুকসুদুপুর উপজেলায় দুইজন ও কাশিয়ানী উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তাদের পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৯৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত ৯৫৩ জনের মধ্যে সদর উপজেলায় ২৭৮ জন, মুকসুদপুর উপজেলায় ১৯৪ জন, কাশিয়ানী উপজেলায় ১৭৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৬০ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৪৬ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ‌্যে ১৬ জন মারা গেছেন। ৫৫০ জন সুস্থ হয়েছেন।

 

গোপালগঞ্জ/বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়