ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব‌্যাহত

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব‌্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতে যানবাহন নিয়ে চলতে পারছে না ছোট ফেরি সন্ধ্যা মালতী। ফলে এই রুটে যাত্রীদের চলাচল ব‌্যাহত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতে যানবাহন নিয়ে চলতে পারছে না ছোট ফেরি সন্ধ্যা মালতী। ফেরিটি নৌরুট পারাপারে ১০ থেকে ১৫ মিনিট বেশি সময় নিচ্ছে। ফলে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় আগত পরিবহন শ্রমিক ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এদিকে, পারাপারের অপেক্ষায় ৭০ থেকে ৮০ ট্রাক থাকলেও পরিবহন ও ছোট গাড়ির চাপ নেই। এছাড়া, এই নৌরুটে ১৬ ফেরি চলাচল করছে।

এছাড়া, মেরামত কারখানা মধুমতিতে কয়েক মাস যাবত ইঞ্জিনের ত্রুটি নিয়ে বসে রয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।

এ বিষয়ে পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানা মধুমতির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নদীতে স্রোত কমে গেলে চলতে পারবে ছোট ফেরি সন্ধ্যা মালতি। বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেরামত সম্পন্ন হতে আরও বেশ কিছুদিন লাগবে।

 

চন্দন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়