ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদ হত্যা মামলার ৪ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফরিদ হত্যা মামলার ৪ আসামি কারাগারে

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ব্যবসায়ী ফরিদ উদ্দিন হত্যা মামলার ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন—মাহবুবুল ইসলাম রিদন, আবুল কালাম, কামাল উদ্দিন ও আবুল বাশার। 

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বর এলাকায় অভিযান চালিয়ে রিদন ও আবুল কালামকে এবং হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন থেকে কামাল উদ্দিন ও আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে এ হত্যা মামলায় আরও একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে  পুলিশ।

উল্লেখ্য, নিহত ফরিদ উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।  গত ২৬ মে ফরিদ উদ্দিনকে পরকীয়া প্রেমের জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

নোয়াখালী/সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়