ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাপড়ের রঙ-কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য বানাচ্ছে সংঘবদ্ধ চক্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাপড়ের রঙ-কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য বানাচ্ছে সংঘবদ্ধ চক্র

চট্টগ্রাম মহানগরীতে কাপড়ের রঙ ও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জন্য ক্ষতিকর চিপস ও শিশুখাদ্য তৈরি করছে একটি সংঘবদ্ধ চক্র।

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় বিসমিল্লা ফুড প্রোডাক্টস নামের একটি নকল শিশু খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) এই নকল কারখানায় অভিযান চালিয়ে কারখানা সিলগালা করে এর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি রাইজিংবিডিকে জানান, নগরীর সাগরিকা এলাকায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চিপসসহ বিভিন্ন ধরনের নকল শিশু খাদ্য তৈরি ও বাজারজাত করে আসছিলো। কারখানাটিতে শিশুখাদ্য তৈরিতে ব্যবহার করছিলো কাপড়ের রঙ, বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল, ফাঙ্গাস পড়া মসলা ও নিম্নমানের জেলি। এসব শিশুখাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর।

শিশুখাদ্য নিয়ে এমন জালিয়াতির দায়ে কারখানাটি সম্পূর্ণ সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়