ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

গাজীপুরে এ পর্যন্ত করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আরও ১৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৮০ জন।

রোববার (১২ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ২২৮ জনের নমুনা পরীক্ষা শেষে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১০ জন, কালিয়কৈর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ও শ্রীপুর উপজেলায় একজন করে।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৮৬৪ জনের। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ২২৯৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৪৬৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৩৫১ জন, কাপাসিয়া উপজেলায় ২৭২ জন এবং শ্রীপুর উপজেলায় ৪৮০ জন রয়েছেন।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়