ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় করোনায় আক্রান্ত বেড়ে ৩৭৬৩ জন

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় আক্রান্ত বেড়ে ৩৭৬৩ জন

বগুড়ায় নতুন ৫২ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায ৩ হজার ৭৬৩ জন আক্রান্ত হলেন।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সোমবার (১৩ জুলাই) বগুড়ার ২৫৪টি নমুনা পরীক্ষা ফলাফল হাতে আসে। এতে ৫২ জন শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১২ জন এবং তিনটি শিশু।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ল্যাবে ১৮৮টি পরীক্ষায় ২৭ জন এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) হাসপাতালের ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের পজিটিভ রিপোর্ট আসে।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১৮৩৭ জন।

 

আলমগীর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ