ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারি মুকসুদপুর কলেজে অনলাইন ক্লাস শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারি মুকসুদপুর কলেজে অনলাইন ক্লাস শুরু

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় সরকারি মুকসুদপুর কলেজ অনলাইন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়। এখন থেকে শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত অনার্স এবং ডিগ্রির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে৷ শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

অনলাইন ক্লাস বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য প্রভাষক মাহবুব হাসান বাবর বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এবং অধ্যক্ষের তত্ত্বাবধানে অনলাইনে ক্লাসের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

কলেজের অধ্যক্ষ কে এম কওসার আলী জানান, অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে চালু থাকবে। তবে পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস আপাতত নেওয়া সম্ভব নয়।

 

 

বাদল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়