ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরগুনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৯

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৯

বরগুনায় নতুন করে আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৯ জনে।

সোমবার (১৩ জুলাই) বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে ৩০৪ জন পুরুষ এবং ৯১ জন নারী।   বরগুনা জেনারেল হাসপাতালে ৯ মার্চ প্রথম করোনার নমুনা সংগ্রহ করা হয়।  ১১ মার্চ প্রথম করোনা ইউনিটে রোগী ভর্তি করা হয়।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৯৯ জনের মধ্যে রয়েছেন বরগুনা সদরে ২০২ জন, আমতলি উপজেলায় ৬২ জন, তালতলি উপজেলায় ২০ জন, পাথরঘাটা উপজেলায় ৩৪ জন, বামনা উপজেলায় ৪২ জন ও বেতাগী উপজেলায় ৩৯ জন।

এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২০৫ জন।  মারা গেছেন  ৫ জন।


রুদ্র রুহান /টিপু 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়