ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাটে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়পুরহাটে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৫

জয়পুরহাটের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সালমা ফার্মেসীর মালিক আবুল কালাম আজাদ সহ ৫জন মাদক সেবিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই)  বিকেলে শহরের সালমা ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সালমা ফার্মেসীতে দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে ওঁত পেতে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃপক্ষ। দোকানে চারজন মাদক সেবি এসে টাপেন্টাডল ট্যাবলেট কেনার সময় হাতে নাতে ধরে ফেলে তারা।

এ সময় ওই ফার্মেসী থেকে ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে এবং চার মাদক সেবিকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত অন্যরা হলেন জয়পুরহাট সদরের তাজুর মোড় এলাকার সেলিম হোসেন (৩৮),পাঁচুরচকের রায়হান হোসেন, দোগাছীর সেলিম রেজা (২৮) ও সাহেবপাড়ার মুশফিকুর রহমান ওরফে টিটন (২২)।


শামীম কাদির/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়