ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জেলের মৃত্যু, ১১ জন উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জেলের মৃত্যু, ১১ জন উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর রাঙ্গুনিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকা ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে হাতিয়ার মোরশেদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর পর্যন্ত নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন, সূবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস (২৫), প্রাণনাগ (৫০) ও সৌরভ (১৩)। জীবিত উদ্ধার হওয়া জেলেরাও সূবর্ণচর উপজেলার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, তিন দিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে ১৪ জন জেলে একটি নৌকায় মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের গভীরে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে নৌকাটি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়।

 

 

সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়