সিলেটে লকডাউনে বিধি ভঙ্গের অভিযোগে ৭৬ গাড়ী আটক
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার (০৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয় থানা এলাকায় ৭৬ যানবাহন আটক এবং ৫৮টির বিরুদ্ধে মামলা হয়েছে।
এসএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগের সাথে গোয়েন্দা পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্সের যৌথ সমন্বয়ে নগরের ৩২টি স্থানে তল্লাশী চৌকি (চেকপোস্ট) বসিয়ে লকডাউন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এসব যানবাহনের মধ্যে আছে- সিএনজি চালিত অটোরিকশা ২২টি, মোটরসাইকেল ২৩টি, প্রাইভেটকার ১৫টি এবং ১৬টি অন্যান্য যানবাহন।
লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এদিকে লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয় থানা এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নোমান/নাসিম