গোপালগঞ্জে ব্যাংক সহায়তা পেলো কর্মহীন ৮৮ পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
করোনাকালে কর্মহীন গোপালগঞ্জের ৮৮টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে গোপালগঞ্জ শাখা সোনালী ব্যাংক।
দেশের চলমান করোনা সঙ্কট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় জেলার কর্মহীন মানুষের জীবিকা নির্বাহে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা ব্যয় নির্বাহের জন্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন ব্যাংক কর্মকর্তারা। জেলার ৫ উপজেলার ৮৮টি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার বিতরণ করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গনি, সোনালী ব্যাংকের রিজিওনাল অফিস, গোপালগঞ্জের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার এস এম ওবায়দুর রহমান, গোপালগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইস্রাফিল হোসেন, ডিসি অফিস শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কে এম মাহমুদ আলীসহ ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাদল/টিপু