চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধস: আহত ৭
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের কতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর আকস্মিকভাবে ধসে পড়েছে। এতে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসআই জানান, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।তাদের সকলের চিকিৎসা চলছে।এছাড়া, চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের এক টিম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে তার নিচেই বেশ কয়েকজন হকার পসরা সাজিয়ে বেচাকেনা করতেন। এছাড়া এই পথে ফুটপাথ ধরে বিস্তর মানুষের যাতাযাত রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ধসে পড়লো বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী