মাগুরায় এবার ৬৯৬ মণ্ডপে দুর্গাপূজা
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরার চারটি উপজেলায় এবার ৬৯৬ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। গত বছর জেলায় দুর্গাপূজা হয়েছে ৭১৪টি মণ্ডপে। এ বছর ১৮টি মণ্ডপ কমেছে।
পূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রস্তুত হচ্ছে পূজা মণ্ডপ।
১ অক্টোবর দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বিজয় দশমী ও সিঁদুর উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গাপূজা।
মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে- মাগুরা সদর উপজেলায় ২৩৪, শ্রীপুর উপজেলায় ১৫২, শালিখা উপজেলায় ১৬১, মহম্মদপুর উপজেলায় ১২৬, পৌরসভার ২৩টিসহ জেলায় মোট ৬৯৬টি মণ্ডপে এবার দুর্গাপূজা হবে।
মাগুরা নতুন বাজার সাহা পাড়ার ছানা বাবুর বটতলা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজার আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের।
মাগুরা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, জেলায় ৬৯৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছরের থেকে এবছর পূজার সংখ্যা কমেছে। জেলা পূজা উৎযাপনে আমরা সব প্রকার প্রস্ততি গ্রহণ করেছি।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবকসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবেন।
শাহীন/টিপু