ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায়: হোটেল অভিসারকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৮ অক্টোবর ২০২২  
অতিরিক্ত ভাড়া আদায়: হোটেল অভিসারকে জরিমানা

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কক্সবাজারের হোটেল অভিসারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পর্যটক হয়রানি বন্ধে হোটেল-মোটেল জোনে প্রশাসনের পক্ষ থেকে অভিযান জোরদার করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ। 

মাসুম বিল্লাহ বলেন, ‘কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে অতিরিক্ত কক্ষ ভাড়া আদায় রোধে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে। প্রতিষ্ঠানের সেবার মূল্যের তালিকা সংরক্ষণ না করায় এবং সংশ্লিষ্ট স্থানে বা সহজে কোনো স্থানে এই তালিকা প্রদর্শন না করায় হোটেল অভিসারের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের কক্ষ ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

আরো পড়ুন: হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের

আরো পড়ুন:

শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর টানা ছুটিতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে হাজির হন হাজার হাজার পর্যটক। বুধবার (৫ অক্টোবর) থেকে পর্যটক আসতে শুরু করেন। আর পর্যটকদের এমন ভিড় দেখে সাগর পাড়ের বেশ কিছু হোটেল-মোটেলে ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

পর্যটকদের কাছ থেকে হোটেল-মোটেলে অতিরিক্ত আদায়ের বিষয়টি জানতে পেরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দ্দেশনায় শুক্রবার রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। 

তারেকুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়