স্বাভাবিক হলো মোংলা বন্দরের কার্যক্রম
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব কেটে যাওয়ায় স্বাভাবিক হয়েছে মোংলা বন্দরের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় পণ্য খালাস কার্যক্রম শুরু করেন শ্রমিকরা।
এর আগে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকালে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, ‘ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে মোংলা বন্দরে প্রায় ২৪ ঘণ্টা পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম বন্ধ ছিলো। সিত্রাং-এর প্রভাবে এই বন্দরে কোনো ক্ষয়ক্রতি হয়নি।’
বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, মোংলা বন্দরে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে তিনটি জাহাজ পণ্য খালাস শেষে আজ বন্দর ত্যাগ করবে। পণ্য খালাসের জন্য আজ আরো দুটি জাহাজ এ বন্দরে আসার কথা রয়েছে।
টুটুল/ মাসুদ