বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যে দলের নেতারা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে আছে। সেই দলের কোনো ভবিষ্যৎ নেই।’
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘যে দল দেশের কোনো উন্নয়ন করতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নিবেন।’
নিপা ভাইরাস মারাত্মক রকমের ভাইরাস উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। তাই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে আমাদের সর্তক থাকতে হবে। দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিপা ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮ জেলাকে সর্তক করা হয়েছে।’
চন্দন/কেআই