রংপুরে ভূকম্পন অনুভূত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪৫, ২ অক্টোবর ২০২৩
রাজধানী ঢাকার পাশাপাশি রংপুর ও এর আশপাশের জেলাগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কে অনেককেই ঘর থেকে বাইরে বের হয়ে যেতে দেখা গেছে।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। তবে এতে রংপুরে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঢাকা থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে ভারতের আসাম মেঘালয়ের গোলপাড়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩। রংপুর বিভাগের জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।
আমিরুল/ মাসুদ