ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন, বর ও কনের পরিবারকে দণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৬ অক্টোবর ২০২৩  
বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন, বর ও কনের পরিবারকে দণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর শাহাদাতের বাবাকে ৫০ হাজার ও কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশানারা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরের বাড়িতে দুপুরে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। পাশাপাশি বর ও কনের পরিবারকে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তার নানার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই ছাত্রীর বয়স ১৮ ও বরের ২১ বছর পূর্ণ হওয়ার পর যদি তাদের সম্মতি থাকে তারা বিয়ে করতে পারবে।

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়