কিশোরগঞ্জে নদীতে ডুবে মাঝির মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের মিঠামইনে বৌলাই নদীর মোহনায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া মাঝি রইছ মিয়ার (৪০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল রাতে বাড়ি ফেরার সময় বাঁধের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারা যাওয়া রইছ মিয়া ইটনা উপজেলার নয়ানগর নতুনহাটি এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, রইছ মিয়া মিঠামইন উপজেলার বৌলাই নদীর আটপাড়া এলাকার খেয়া ঘাটের মাঝি। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খেয়া পারাপার শেষে বাড়ি ফিরছিলেন তিনি। আটপাড়া এলাকায় বৌলাই নদীর মোহনায় ডুইয়ার বিলে প্রবেশ পথে মাছ ধরার বাঁধের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এসময় পাশে থাকা অন্য নৌকার লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসেন। কিন্তু, তারা এসে রইছ মিয়ার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত বেশি হওয়ায় এবং বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল সাড়ে ৩টার দিকে রইছ মিয়ার লাশ উদ্ধার হয়।
তিনি আরও জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলার ধনু নদীতে নৌকা থেকে পড়ে আলআমিন নামের অপর এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচরের বাসিন্দা। নৌকা বাঁক নেওয়ার সময় তিনি পড়ে যান। ঘটনাটি জানার পরপরই নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্য হচ্ছে।
রুমন/মাসুদ