ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:০৬, ২১ নভেম্বর ২০২৩
টাঙ্গাইলে ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শুরু

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় ভোরে লাইনচ্যুত হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার কাজ শুরু হয়েছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়। এর আগে ভোর পৌনে পাঁচ টার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো।

কাওছার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়