ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

ধামরাইয়ে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২৩ নভেম্বর ২০২৩  
ধামরাইয়ে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ধামরাই থানা। ছবি: রাইজিংবিডি

ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের একটি খাদ্য তৈরির কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন-টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার মৃদুল হোসেন, ধামরাই উপজেলার চৌহাট এলাকার বাবুল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (আকাশ), শান্ত ইসলাম, মো. রাজীব হোসেন, ফয়সাল আহমেদ, মো. শান্ত, মো. আকাশ, আনোয়ার হোসেন, রবিউল আওয়াল রিয়াদ, রিফাত হোসেন, পারভেজ হোসেন, শহিদুল ইসলাম ও জাহেদুল ইসলাম।

ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক জানান, বুধবার আমতা ইউনিয়নের বিডি ফুড কারখানার পাশে কিছু লোক জড়ো হন। তারা সেখানে নাশকতার জন্য জড়ো হয়েছেন বলে গোপন তথ্য পাই। পরে সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

/সাব্বির/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়