মাগুরার ভোটার হলেন সাকিব আল হাসান
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাকিব আল হাসান
এলাকা পরিবর্তন করে নিজ নির্বাচনী মাগুরা-১ আসনের ভোটার হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে তিনি রাজধানী ঢাকার বনানী এলাকার ভোটার ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, নিজের নির্বাচনী আসনের কেশব মোড়ের মাগুরার শাহাপাড়ায় ভোটার হয়েছেন সাকিব আল হাসান। এখানেই তার বাসভবন রয়েছে। এতোদিন তিনি ঢাকার নানী এলাকার ভোটার ছিলেন। নির্বাচন কমিশনে সাকিবের করা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন মঞ্জুর হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন সাকিব। তফসিলের পর তার আবেদন অনুমোদন দেয় নির্বাচন কমিশন। যদিও, ভোটার তালিকা নিবন্ধন আইন অনুযায়ী, তফসিলের পর নতুন ভোটার নিবন্ধন, ত্রুটি সংশোধনের আবেদন অনুমোদন দিতে পারলেও স্থানান্তরের বিষয়টি উল্লেখ নেই।
মাগুরা জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান জানান, সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশের যেকোনো এলাকার ভোটার হলেই হয়। সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তখন ভোটারদের মধ্যে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই তিনি (সাকিব আল হাসান) বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেন।
ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে গত সোমবার দুপুরের পর সাকিব প্রথম জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে সিইসি ও ইসি সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, মাগুরা -১ (মাগুরা সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
শাহীন/মাসুদ
- ১০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম