ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:২১, ১১ জানুয়ারি ২০২৪
অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটো ছিনিয়ে নিয়ে চালককে হত্যায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এ রায় দেন। রায়ে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে কবির হোসেন (২২), শাহ আলম শেখের ছেলে সজীব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. শরীফুল ইসলামকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মাইনুদ্দীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়