ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু। (ছবি- সংগৃহীত)

ফরিদপুরে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। সে সদর উপজেলার ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

অবৈধ উপায়ে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’র ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করেন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম।
তিনি বলেন, ওই ইউপি চেয়ারম্যান স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করেছেন।

তামিম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়