ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৩ মার্চ ২০২৪   আপডেট: ১৬:০১, ১৩ মার্চ ২০২৪
ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন

আব্দুল করিম ব্রিকস্

ঝালকাঠিতে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়। 

লাইসেন্স না থাকায় ঝালকাঠি সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা ও এমএনবি ব্রিকস্ বন্ধ করে দেয়া হয়। এর পাশাপাশি আব্দুল করিম ব্রিকসকে এক লাখ টাকা, এআরএস ইটভাটাকে ৫০ হাজার টাকা ও এমএনবি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিন উদ্দিন অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন:

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, হাইকোর্টের নির্দেশ রয়েছে, অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার। এরই আলোকে আজ ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত সদর উপজেলার দুটি ইটভাটা জরিমানা করে বন্ধ করে দেয়া হয়েছে। পর্যাক্রমে অন্য ইটভাটায় অভিযান চালানো হবে।
 

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়