জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৭
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যাল, একজনকে ঢাকা মিটফোর্ট হাসপাতাল এবং বাকি চার জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (৩ এপ্রিল ) দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গুদারা ঘাট এলাকায় সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা সোহরাবের সঙ্গে ও শাজাহানদের জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে সোহরাবের লোকজন আগাছা পরিষ্কার করতে গেলে শাজাহানের লোকজন হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় সোহরাবের সমর্থক জুবায়ের আলম রানা (২৭), নাদিম হোসেন (২৮) এবং শাহজালাল গ্রুপের আখি বেগম (৩৬) তাসলিমা বেগমসহ (৩৮) ৭ জন আহত হন। এদের জুবায়ের আলম রানা ও নাদিম হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আখি বেগম, তাসলিমা বেগম ঢাকার মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। অন্য চার জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম জানা যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রতন/মাসুদ