শরীয়তপুরে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২০, ১৫ জুন ২০২৪
আপডেট: ১৬:২৬, ১৫ জুন ২০২৪
শরীয়তপুরে পশুর হাটে ছোট ও মাঝারি গরুর সংখ্যা বেশি। এ আকারের গরুর চাহিদাও বেশি। বড় গরুও বাজারে আছে। তবে এ ধরনের গরু বিক্রি কম।
ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় পশুর দাম ১০ থেকে ২০ হাজার টাকা বাড়তি হাঁকা হচ্ছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম বাড়তি বলে বলছেন বিক্রেতারা।
শনিবার (১৫ জুন) জেলার পশুর হাট ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।