ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

পদত্যাগ করেও হয়নি শেষ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪
পদত্যাগ করেও হয়নি শেষ রক্ষা

মোস্তফা কামাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানোর কথা আছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোস্তফা নবীনগর উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের প্রিন্সিপাল। গত ২৬ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পেয়েছিলেন তিনি। তবে সরকার পতনের পর খোলস পাল্টিয়ে গত ১৩ সেপ্টেম্বর একটি সাদা কাগজে হাতে লিখে ও সাক্ষর দিয়ে জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের আবেদন করেন মোস্তফা কামাল। কিন্তু পদত্যাগ করেও রেহাই পেলেন না কলেজের এই প্রিন্সিপাল। একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছিল তাকে। সেই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তফা কামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

রুবেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়