ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

কুয়াকাটায় ব্যাপক আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪  
কুয়াকাটায় ব্যাপক আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিণ করে। এসময় র‍্যালিতে অংশগ্রহনকারীরা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায়। 

র‍্যালি ও আলোচনা সভায় হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা পৌর বিএনপি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও হোটেল মোটেল এমপ্লোয়িজের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আনছার উদ্দিন ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। 

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটাকে বিশ্ব দরবারে আরো পরিচিত বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্যভিত্তিক কুয়াকাটা. জিওভি.বিডি নামে একটি সরকারি ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।

জানানো হয়- দিনভর হাঁস ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটকদের ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হবে।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়