ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

‘শেখ সরকারের’ আমলারা থাকলে রাষ্ট্র সংস্কার সফল হবে না: রিজভী

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
‘শেখ সরকারের’ আমলারা থাকলে রাষ্ট্র সংস্কার সফল হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আলী ইমাম মজুমদারদের মতো শেখ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা এখনো অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না।’ 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ছাত্র-জনতার গণআন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সামাবেশে তিনি এ কথা বলেন।

ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয়কে দিয়েছেন। তার কথা মতো যদি আপনারা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন, তাহলে দেশের ১৮ কোটি মানুষ শহিদদের চেতনা নিয়ে আবারো রাজপথে নামবে। দিল্লির কোনো গোলামকে বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার লোন করা হয়েছে। ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কীসের উন্নয়ন? তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ দিয়েছেন, লুট করার সুযোগ দিয়েছেন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবরা চেষ্টা করেছিলেন এরা তো নিশ্চয়ই আছেন। তারা কাজও করছেন। বর্তমানে অন্তবর্তী সরকার দায়িত্ব নিয়েছেন। তারা সংস্কারের কথা বলছেন। তবে, এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে।’

অন্তবর্তী সরকারকে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার অস্ত্রের লােইসেন্স বাতিল করলেও সেগুলো উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনো যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ গ্রহণ শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজশাহীর নিহত তিন জনের পরিবারের হাতে দলটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়