ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

আগে যারা ক্ষমতায় ছিলো তারা দেশের টাকা পাচার করেছে: ইসলামী আন্দোলন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
আগে যারা ক্ষমতায় ছিলো তারা দেশের টাকা পাচার করেছে: ইসলামী আন্দোলন

বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,  ‌‘বাংলাদেশে যারা আগে ক্ষমতায় ছিলো তারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। তারা দেশদ্রোহী।’ 

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন উপজেলা পরিষদের খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বিগত ৫৩ বছর ঘুরে-ফিরে তারা বাংলাদেশ শাসন করেও মানুষের আকাঙ্খা পূরণ করতে পারেনি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন থেকে একটি দলের শিক্ষা নেওয়া উচিৎ ছিল। মানুষ এখন আর বোকা নয়। মানুষ এখন নীতির রাজনীতি ও আদর্শের রাজনীতি পছন্দ করে। আমরা শান্তির রাজনীতি, কল্যাণের রাজনীতি গ্রহণ করতে চাই। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আমরা আশা করছি এখন মানুষ ভোট দিতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। সবাই ঐক্যবদ্ধ হলে জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নেবে।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। 

ইমরান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়