ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৮ সনাতন ধর্মাবলম্বী

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৮ সনাতন ধর্মাবলম্বী

পটুয়াখালীর কলাপাড়ায় আট জন সনাতন ধর্মাবলম্বী ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সংলগ্ন উপজেলা পরিষদ খেলার মাঠে ইসলামী আন্দোলন কলাপড়া শাখার আয়োজিত গণ সমাবেশে এই আটজনসহ অন্তত এক হাজার কর্মী দলটিতে যোগদান করেন। 

সনাতন ধর্মের আট ব্যক্তি হলেন- বাবুল শীল, বরুণ শীল, তরুণ শীল, অভিনাশ শীল, তন্ময় শীল, অপূর্ব শীল, তপন ভক্ত ও দ্বীপক ভক্ত। তাদের সবার বাড়ি উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমানেরসহ আরও অনেকে।এদিন বিকেল থেকে বিভন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে সমবেত হয় হাজার হাজার দলীয় নেতা কর্মী। এ ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনে যোগ দেওয়া বাবুল শীল বলেন, ‘সব দল দেখেছি। সবার থেকে আমার এই দল ভালো লেগেছে, তাই যোগদান করলাম।’ 

অভিনাশ শীল বলেন, ‘এ দলটির কেউ এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা কাউকে অত্যাচার করেনি। তাই মন থেকে ভালো লাগার কারণেই যোগদান করেছি।’

বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গণ সমাবেশে বলেন, ‘গত ৫ আগস্টের পর ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সব ধর্মের কাছের ইসলামী আন্দোলন নিরাপদ। তাই আজ আট জন হিন্দু সম্প্রদায়ের ভাইসহ এক হাজার মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা তাদের সাধুবাদ জানাই।’

ইমরান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়