রাজশাহীতে কৃষককে গলাকেটে হত্যা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মনিগ্রাম গ্রামের এক স্কুল শিক্ষকের আমবাগান থেকে আজ সকালে উদ্ধার হয় কৃষকের মরদেহ
রাজশাহী বাঘা উপজেলা থেকে আনিসুর রহমান (৪৮) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত আনিসুর মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, “গতকাল শুক্রবার বিকেলে মনিগ্রাম বাজারে যান আনিসুর। রাতে তিনি বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে গ্রামের বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। তবে, তাকে কোথাও পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মনিগ্রাম গ্রামের আমবাগানে আমার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, “পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, আনিসুর সহজ-সরল মানুষ ছিলেন। তাকে কারা হত্যা করেছে এবং এ ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/কেয়া/মাসুদ