কালকিনিতে আগুনে পুড়ল পানের বরজ, থানায় অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে আগুন লেগে চারজন কৃষকের পানের বরজ পুড়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষকদের মধ্যে ওসমান বেপারী বুধবার (১১ ডিসেম্বর) সকালে কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালকিনি থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।”
ক্ষতিগ্রস্ত পান চাষিরা হলেন- ওসমান বেপারী, আ. রব হাওরাদার, ভাষাই বেপারী ও সোহাগ বেপারী। তারা সবাই পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা।
পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা হারুনর রশিদ বলেন, “আমরা গতকাল সারাদিন বরজে কাজ করে বাড়ি চলে যাই। রাত ১টার দিকে জানতে পারি বরজে আগুন লেগেছে। তাড়াতাড়ি বরজে গিয়ে অন্যদের সঙ্গে খালের পানি দিয়ে আগুন নেভানো হয়।”
তিনি আরো বলেন, “আগুন নেভানোর পর দুটি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে দেখতে পাই। আশঙ্কা করছি, সমস্ত বরজ যাতে একই সময়ে পুড়ে যায়, সেজন্য আগুন লাগানো হয়েছে।”
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার বলেন, “ফায়ার সার্ভিস যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।”
ঢাকা/বেলাল/মাসুদ