ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চোখের সমস্যায় ভুগছেন রাসেল

সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোখের সমস্যায় ভুগছেন রাসেল

বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের জয়ের ম্যাচে ছিলেন না অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চোখের সমস্যায় ভুগছেন রাজশাহীর অধিনায়ক। জানা গেছে দ্রুতই মাঠে ফিরবেন এ ক্রিকেটার।

বৃহস্পতিবার রংপুর রেঞ্জার্সকে হারিয়ে রাজশাহী বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। শুরু থেকেই দলটি বেশ ধারাবাহিক। আন্দ্রে রাসেলের দারুণ অধিনায়কত্ব ও দলের সম্মিলিত পারফরম্যান্সে বিপিএলে উড়ছে পদ্মাপাড়ের দলটি।

ঢাকায় শেষ ম্যাচে রংপুরের কাছে হেরেছিল দলটি। ওই ম্যাচে তারা শতভাগ ফিট রাসেলকে নিয়ে মাঠে নামতে পারেনি। হ্যামস্ট্রিং চোটে রাসেল ছিটকে যান শুরুতেই। ইনিংসের শুরুতে তিন বলের বেশি বোলিং করতে পারেননি। পরবর্তীতে দশ ওভারের পর মাঠে নেমে করেছিলেন ফিল্ডিং। ব্যাটিং করেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। হাঁটুর চোটে শতভাগ দিতে পারেননি রানিংয়ে। রান আউট হয়ে ফিরেন সাজঘরে। তবে ওই চোট নিয়ে আপাতত কোনো সমস্যা নেই রাসেলের।

তার সমস্যা চোখে। রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার বলেছেন, ‘ধুলোবালি থেকে চোখে সমস্যা হয়েছে। কিছু একটা ঢুকেছিল ওর চোখে। রাসেল আবার ওখানে টান দেওয়াতে একটা সংক্রামণ ধরা পড়েছে। আমরা পরদিন সকালেই ডাক্তার দেখিয়েছি। ডাক্তার চোখে ড্রপ দিয়েছে। সেটা দুদিন টানা দিতে হবে। আজ শেষ দিন যাচ্ছে। আশা করছি আগামীকাল (ঐচ্ছিক অনুশীলন) মাঠে ফিরতে পারবে।’

এর আগে রাজশাহীর দায়িত্ব পালন করেন শোয়েব মালিক। দলকে জিতিয়েছেন রবি বোপারা। ম্যাচ শেষে বোপারা বলেন, ‘অধিনায়ক সুস্থ হয়ে যাবে। আশা করছি পরের ম্যাচেই আমরা তাকে নিয়ে মাঠে নামতে পারব।’ 

সিলেটে রাজশাহীর পরের ম্যাচ শনিবার। রাজশাহীর প্রতিপক্ষ সিলেট থান্ডার। ওই ম্যাচ দিয়েই শেষ হবে বিপিএলে সিলেট পর্ব।  

এদিকে রংপুরকে ৩০ রানে হারিয়ে জয়ে ফেরায় খুশি রাজশাহীর বোপারা।

‘টি-টোয়েন্টিতে সব ম্যাচে জয়ের সুযোগ নেই। আমি এমন কোনো লিগ খেলিনি যেখানে কোনো দল টানা জিততে থাকে। সত্যি বলতে কখনো কখনো বাজে দিন আসা ভালো।  তাতে দলের দূর্বল জায়গাগুলো ধরা পড়ে।’


সিলেট/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়